চৌহালী প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের চৌহালীতে জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে বাবা ও দুই ছেলেকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের রেহাইপুখুরিয়া গ্রামে শনিবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন রেহাইপুখুরিয়া গ্রামের আব্দুল খালেক শেখ, তার দুই ছেলে মো. রবিন শেখ ও মো. রাব্বি শেখ। আহত মো. রাব্বি শেখ বলেন, দীর্ঘদিন ধরে প্রতিবেশী মৃত বাবু শেখের ছেলে রুবেল শেখ ও এমদাদুল শেখের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। আজকে বেলা সাড়ে ১১টার দিকে আমরা আমাদের জমিতে কাজ করছিলাম। এ সময় রুবেল শেখ, এমদাদুল শেখ, বাহাদুর শেখ, লিটন ওরফে পাক্কু মোল্লা, আলী মোল্লা, আশরাফ আলী সহ আরও কয়েকজন আমাদের উপর হামলা চালান। এ সময় বাঁশের লাঠি, রড, ধারালো অস্ত্র দা, শাবল দিয়ে আমার বাবা ও আমাদের দুই ভাইকে কুপিয়ে জখম করে।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের টাঙ্গাইল সদর হাসপাতালে রেফার্ড করেন।
চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. পনায় দেব নাথ বলেন, আহতদের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের কোপের জখম রয়েছে। দুইজনের অবস্থা আশঙ্কা জনক। একজনের টেন্ডন কেটে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাদের টাঙ্গাইল সদর হাসপাতালে রেফার্ড করা হয়ছে। এ বিষয়ে চৌহালী থানার অফিসার ইনচার্জ হারুন ওর রশিদ জানান, ওই ঘটনা শুনেছি। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।