সংবাদ শিরোনাম ::
সিরাজগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ন্যায্য মূল্যের ৭ টন চালসহ আটক ২ চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত মেয়াদ পেরিয়ে গেলেও হচ্ছেনা সিরাজগঞ্জ জেলা বাস মালিক সমিতির নির্বাচন আটপাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব টিটু ভুঁইয়ার জন্মদিনে বৃক্ষ রোপন আটপাড়ার তেলিগাতী সরকারি কলেজের মত বিনিময় সভা অনুষ্ঠিত তাড়াশে ৯০ দশকের জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতাদের মতবিনিময় এনায়েতপুরে পুলিশ হত্যা মামলায় আ’লীগ-যুবলীগের দুই নেতা গ্রেপ্তার খেজুর গাছ প্রস্তুতে ব্যস্ত চলনবিলের গাছিরা তাড়াশে দ্বিতীয় বিয়ের প্রতিবাদ করায় প্রথম স্ত্রীকে পিটিয়ে হত্যা ঘাতক স্বামী আটক চৌহালীতে সরকারি মাটি ভরাটকৃত রাস্তা দখল করে দোকানঘর নির্মাণ

ভালুকায় দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন: অংশগ্রহণকারীদের ২ ভাইয়ের হুমকি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩
  • ১৭১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

ময়মনসিংহের ভালুকায় দুই শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধনে অংশ নেয়া স্থানীয় এলাকাবাসী, অভিভাবকদের মামলার হুমকি ও হয়রানির অভিযোগ উঠেছে সহোদর ২ ভাইয়ের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, প্রতিনিয়ত নানাভাবে তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করছে রহিজ খান ও সাহালম খান নামের এই দুই ভাই।
গত ৩ অক্টোবরের ওই মানববন্ধনে অংশ নেয়া একাধিক ব্যক্তিরা জানায়, মানববন্ধনের পর থেকেই সাহালম খান ও রহিজ খান ক্রমাগত তাদেরকে বিভিন্ন মামলার হুমকি দিচ্ছেন। এমনকি তাদের পুলিশ দিয়ে ধরিয়ে দেয়ারও হুমকি দিচ্ছে সাহালম খান। এলাকাবাসীর অভিযোগ, সাহালম খান ও রহিজ খান এলাকায় প্রভাব বিস্তারের মাধ্যমে বিভিন্ন সময় বনের জমি দখল, বনের গাছ চুরি, ভুমিদস্যুতা, মারামারি ও বিভিন্ন মানুষজনকে নানা মামলায় জড়িয়ে হয়রানি করেন। স্থানীয় কাদিগড়, গনকা ও পালগাঁও চৌরাস্তা এলাকার নিরীহ মানুষজন এই দুই ভাইয়ের উগ্র আচরনে বিরক্তি এবং ঘৃণা প্রকাশ করেছেন। এলাকার নিরীহ মানুষজন এই দুই ভাইয়ের ভয়ে সবসময় তটস্থ থাকেন বলেও জানান তারা। মনজুরুল খান নামে তাদের এক ভাই পুলিশে চাকরি করায় তার নাম ও ক্ষমতার প্রভাবেই এই দুই ভাই এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে বলেও মন্তব্য এলাকার একাধিক ভুক্তভোগীর। গনকা এলাকায় বিরোধপূর্ণ জমি নিয়ে একাধিকবার স্থানীয়দের সাথে সংঘর্ষে জড়ানোর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। কয়েকবছর আগে কাদিগড় গ্রামের সম্ভ্রান্ত তালুকদার পরিবারের সোহেল তালুকদার নামে এক ব্যক্তিকে পালগাঁও চৌরাস্তা এলাকায় মারধোরের অভিযোগ রয়েছে তাদের নামে, পালগাঁও চৌরাস্তা এলাকায় বিভিন্নজনের কাছ থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
অভিযোগ আছে শাহালম এবং রইস খানের দাপটে তাদের চাচা ফজলু খান একই এলাকার মজিদ মুন্সী নামের এক ব্যক্তিকে পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছেল।
এর আগে মৃত লিয়াকত হোসেনকে মারধরের কারনে গণধোলাইয়ের শিকার হয়ে স্থানীয় আ: খালেকের বাড়িতে ঢুকে দরজা আটকে প্রাণে বেচেছিল শাহালম খানের ভাই রইস খান।

উচ্ছৃঙ্খল আচরনের কারনে এলাকায় লোকমুখে শাহালম খা ভাইরাস বলে পরিচিত।

অভিযোগের বিষয়ে জানতে রহিজ খানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
তবে এই বিষয়ে অভিযুক্ত সাহালম খান মুঠোফোনে জানান, তার বিরুদ্ধে অভিযোগ সঠিক নয়- তিনি এসবের কিছু জানেন না তবে এসময় প্রতিবেদককে দেখা করে আলাপ আলোচনার প্রস্তাবও দেন সাহালম খান।
এই দুই সহোদরের অত্যাচার, নির্যাতন, হয়রানি থেকে বাঁচতে আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, জনপ্রতিনিধি ও সচেতন মহলের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সাধারণ জনগন।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
DNB News

সিরাজগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ন্যায্য মূল্যের ৭ টন চালসহ আটক ২

ভালুকায় দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন: অংশগ্রহণকারীদের ২ ভাইয়ের হুমকি

আপডেট সময় : ০৫:০৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

ময়মনসিংহের ভালুকায় দুই শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধনে অংশ নেয়া স্থানীয় এলাকাবাসী, অভিভাবকদের মামলার হুমকি ও হয়রানির অভিযোগ উঠেছে সহোদর ২ ভাইয়ের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, প্রতিনিয়ত নানাভাবে তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করছে রহিজ খান ও সাহালম খান নামের এই দুই ভাই।
গত ৩ অক্টোবরের ওই মানববন্ধনে অংশ নেয়া একাধিক ব্যক্তিরা জানায়, মানববন্ধনের পর থেকেই সাহালম খান ও রহিজ খান ক্রমাগত তাদেরকে বিভিন্ন মামলার হুমকি দিচ্ছেন। এমনকি তাদের পুলিশ দিয়ে ধরিয়ে দেয়ারও হুমকি দিচ্ছে সাহালম খান। এলাকাবাসীর অভিযোগ, সাহালম খান ও রহিজ খান এলাকায় প্রভাব বিস্তারের মাধ্যমে বিভিন্ন সময় বনের জমি দখল, বনের গাছ চুরি, ভুমিদস্যুতা, মারামারি ও বিভিন্ন মানুষজনকে নানা মামলায় জড়িয়ে হয়রানি করেন। স্থানীয় কাদিগড়, গনকা ও পালগাঁও চৌরাস্তা এলাকার নিরীহ মানুষজন এই দুই ভাইয়ের উগ্র আচরনে বিরক্তি এবং ঘৃণা প্রকাশ করেছেন। এলাকার নিরীহ মানুষজন এই দুই ভাইয়ের ভয়ে সবসময় তটস্থ থাকেন বলেও জানান তারা। মনজুরুল খান নামে তাদের এক ভাই পুলিশে চাকরি করায় তার নাম ও ক্ষমতার প্রভাবেই এই দুই ভাই এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে বলেও মন্তব্য এলাকার একাধিক ভুক্তভোগীর। গনকা এলাকায় বিরোধপূর্ণ জমি নিয়ে একাধিকবার স্থানীয়দের সাথে সংঘর্ষে জড়ানোর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। কয়েকবছর আগে কাদিগড় গ্রামের সম্ভ্রান্ত তালুকদার পরিবারের সোহেল তালুকদার নামে এক ব্যক্তিকে পালগাঁও চৌরাস্তা এলাকায় মারধোরের অভিযোগ রয়েছে তাদের নামে, পালগাঁও চৌরাস্তা এলাকায় বিভিন্নজনের কাছ থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
অভিযোগ আছে শাহালম এবং রইস খানের দাপটে তাদের চাচা ফজলু খান একই এলাকার মজিদ মুন্সী নামের এক ব্যক্তিকে পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছেল।
এর আগে মৃত লিয়াকত হোসেনকে মারধরের কারনে গণধোলাইয়ের শিকার হয়ে স্থানীয় আ: খালেকের বাড়িতে ঢুকে দরজা আটকে প্রাণে বেচেছিল শাহালম খানের ভাই রইস খান।

উচ্ছৃঙ্খল আচরনের কারনে এলাকায় লোকমুখে শাহালম খা ভাইরাস বলে পরিচিত।

অভিযোগের বিষয়ে জানতে রহিজ খানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
তবে এই বিষয়ে অভিযুক্ত সাহালম খান মুঠোফোনে জানান, তার বিরুদ্ধে অভিযোগ সঠিক নয়- তিনি এসবের কিছু জানেন না তবে এসময় প্রতিবেদককে দেখা করে আলাপ আলোচনার প্রস্তাবও দেন সাহালম খান।
এই দুই সহোদরের অত্যাচার, নির্যাতন, হয়রানি থেকে বাঁচতে আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, জনপ্রতিনিধি ও সচেতন মহলের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সাধারণ জনগন।