চৌহালী প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার কুরকি আশ্রয়ন প্রকল্প সংলগ্ন কাঠ বাগান থেকে শুক্রবার (২০ অক্টোবর) ভোরে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই কিশোরীর নাম মোছা. শান্তা খাতুন (১৯)। সে উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের কুরকি গ্রামের মো. ঠান্ডু মিস্ত্রির মেয়ে।
কুরকি আশ্রয়ন প্রকল্প সংলগ্ন বাড়ির পাশে কাঠ বাগানে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় লাশটি ঝুলতে দেখে পরিবার ও স্থানীয়রা খবর দেয়। খবর পেয়ে চৌহালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা যায়, ২-৩ বছর আগে মোছা. শান্তা খাতুনের প্রবাসী মো. আসাদুলের সাথে বিয়ে হয়। স্বামীর সাথে বনিবনা না হওয়ায় তাদের বিচ্ছেদ হয়। এ নিয়ে শশুর বাড়ির লোকজনের সাথে মামলা মোকদ্দমা চলছে। পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। চৌহালী থানা অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে জানা যাবে এটি আত্মহত্যা নাকি হত্যা।