আল-আমিন, সলঙ্গা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় সুবিধাভোগীদের নিয়ে মতবিনিময় সভা করেছেন,সিরাজগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজ।
সোমবার (১৬ অক্টোবর) দুপুর ১২ টার দিকে সিরাজগঞ্জের সলঙ্গা থানার মুরাদপুর ফাজিল সিনিয়র মাদ্রাসা মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সলঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুর,সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু, রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদি আল মাঝি জিন্নাহ, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয়, রায়গঞ্জ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ইলিয়াস হাসান শেখ, মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা নাছরিন, নলকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক কাউসার হোসেন।
নলকা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তারের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি সদস্য গাজী আব্দুর রহমান,সলঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি তাওহীদুর রহমান বাচ্চু, সুফলভোগী আব্দুর রশিদ, ইউপি সদস্য নুরুন্নাহার প্রমুখ।