চৌহালী প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের চৌহালীতে ভিজিডির (ভিডব্লিউবি) চাল বিতরণে সুবিধাভোগীদের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। বৃহস্পতিবার ও শুক্রবার উপজেলার ঘোড়জান ইউনিয়নে দুই দিনব্যাপী ভিজিডির চাল বিতরণের সময় এ টাকা আদায় করা হয়। জানা যায়, বৃহস্পতিবার ও শুক্রবার ওই ইউনিয়নের ৩৬৮ জন কার্ডধারীদের মাঝে জুলাই এবং আগষ্ট দুই মাসের ভিজিডির ২ বস্তায় ৬০ কেজি চাল বিতরণের সময় ৩৬৮ জন উপকারভোগীর নিকট থেকে ১০০ টাকা করে নেওয়া হয়।
এছাড়াও সরকার চাল পরিবহন ও বিতরণের খরচ দিলেও, খরচ বাচাতে চাল গোডাউনে না নিয়ে নৌকা থেকেই বিতরণ করেন। আর এসব সরকারি চাল বিতরণ শেষ হওয়ার আগ পর্যন্ত দুইদিন এক রাত নদীতে নৌকায় রাখা হয় বলে জানা যায়।
চাল নিতে আসা জাজুরিয়া গ্রামের মোহাম্মদ আলী বলেন, চাল নিতে সাবাই টাকা দিয়েছে, কি জন্য নিচ্ছে তা জানি না। একই কথা জানান আলেয়া খাতুন ও নূরবানু। তারা বলেন চাল নিতে এর আগে টাকা না নিলেও এবার ১০০ টাকা করে নিচ্ছে। ওই ইউনিয়নের ট্যাগ অফিসার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন বলেন, কার্ড অনুযায়ী সঠিকভাবে চাল বিতরণ করা হয়েছে, আর টাকা পরিষদের ট্যাক্স বাবদ নিয়েছে।
এ বিষয়ে ঘোড়জান ইউপি চেয়ারম্যান মো. রমজান আলী বলেন, চাল বিতরণ এর জন্য কোন টাকা নেয়া হয়নি, পরিষদের ট্যাক্স বাবদ ১০০ টাকা নেয়া হচ্ছে। অন্য অন্য ইউনিয়ন পরিষদও এভাবে ট্যাক্স আদায় করেছে। ট্যাক্স রশিদ ছাড়া টাকা নেওয়ার বিষয় জানতে চাইলে তিনি বলেন, চাল বিতরণের সময় ভিড় থাকে, সবার নামের তালিকা আছে আগামী মাসে সবাইকে ট্যাক্স রশিদ দেওয়া হবে।
এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি নম্বরে বার বার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।