আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোনার আটপাড়ার স্কুল পর্যায়ে ৫০ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। সোমবার সকালে ভ্যেনু নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়৷ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও ৭নং সুখারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইকুল ইসলাম আরাধন, এ সময় উপস্থিত ছিলেন বাউসা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক , গোপালাশ্রম ভৈরব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল মিঞা, নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমুল করিম হীরা, গোপালাশ্রমভৈরব চন্দ্র উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক আনিসুর রহমান, সহকারী শিক্ষক সাইফুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষকবৃন্দ।