খালেদ খুররম পারভেজ, ময়মনসিংহঃ
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় আসাদ হত্যা মামলায় প্রকৃত খুনিদের দৃষ্ঠান্ত মূলক শাস্তি ও নিরীহ ব্যাক্তিদের হয়রানি বন্ধের দাবিতে ৩ সেপ্টেম্বর রবিবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।
আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন
মুক্তাগাছা উপজেলার পৌরসভার মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তাগাছা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন সরকার। এ সময় আরব আলি উপজেলা ভাইস চেয়ারম্যান, সিদ্দিকুর রহমান সাবেক ইউপি চেয়ারম্যান, মুক্তাগাছা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আজিজুল হক ইদু, মফিজ উদ্দিন সহ অনেকেই উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. বিল্লাল হোসেন সরকার বলেন, আসাদ হত্যা কান্ডকে ভিন্নখাতে প্রবাহিত না করে প্রকৃত খুনীদের দৃষ্টান্ত মুলক শাস্তির আওতায় এনে এবং নির্দোষ নিরীহদের মামলা থেকে অব্যাহতি প্রদান করার দাবী করছি। সেই সাথে যে চক্রটি প্রকৃত ঘটনা আড়াল করার চেষ্টা করছে, তাদেরকেও আইনের আওতায় আনার আহবান জানাচ্ছি। আমি সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে আপনাদের জোড়ালো সহযোগিতা চাই।