সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের চৌহালীর যমুনা নদীতে অবৈধভাবে বাংলা ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে ৮ জনকে আটক করেছে চৌহালী নৌ পুলিশ। শনিবার ১৯ আগস্ট সকালে উপজেলার সৌদিয়া চাঁদপুর ইউনিয়নের যমুনা নদী থেকে বালু উত্তোলনের নৌকা, তিনটি শ্যালো মেশিন, পাইপ সহ প্রায় দেড় লাখ টাকার সরঞ্জাম সহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, মো. আজু মিয়ার ছেলে মো. হাফিজুর ও মো. হারুন মিয়া, মো. আতাব আলীর ছেলে ওমর ফারুক, জয়নাল মন্ডলের ছেলে আতাব আলী, ছানা তালুকদারের ছেলে মাসুদ রানা, মো. রমজানের ছেলে সোহেল রানা, আব্দুল আজিজ শেখের ছেলে আমিরুল শেখ ও মৃত ইউনুছের ছেলে ইয়া মিয়া। তারা সবাই এনায়েতপুর থানার বেতিল চরের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক হোসেন বলেন, যমুনা নদী থেকে অবৈধভাবে বাংলা ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় বালু সরঞ্জামসহ আটজনকে আটক করা হয়েছে। এনায়েতপুর থানায় মামলা রুজুর পর আটককৃতদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।