মোঃ শামীম হোসেন, জামারপুরঃ
জামালপুরে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম গাদু ও পুত্রবধু আম্বিয়া বেগম হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্ত মূলক শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে স্বজন ও এলাকাবাসী।
আজ শুক্রবার দুপুরে সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের জালিয়ার পাড় বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের ছেলে লিটন মিয়া, পুত্রবধু জায়েদা বেগম,নাতি লিজা খাতুন, রফিকুল ইসলাম সহ আরো অনেকে।
এসময় বক্তারা অভিযোগ করে বলেন পারিবারিক বিরোধের জেরে ১৯৯৮ সালে সদর উপজেলার মেস্টা ইউনিয়নে জালিয়ার পাড় গ্রামের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে পিটিয়ে হত্যার পর একটি টয়লেটে ফেলে রাখে সন্ত্রাসীরা। এই হত্যাকান্ডের ঘটনায় লেবু মিয়াকে প্রধান আসামী করে ১৩ জনকে আসামীকরে হত্যা মামলা দায়ের করা হয়। ২৫ বছর পর গত ১৫ জুন ওই মামলার আসামীরা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের পুত্র বধু আম্বিয়া বেগমকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করে। এঘটনায় ১০ জনকে আসামী করে আম্বিয়া বেগমের স্বামী একটি হত্যা মালা দায়ের করেন। এ মামলায় ৪ জন আসামীকে গ্রেপ্তার করে পুলিশ। বাকী আসামীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্ত মূলক শাস্তি ফাঁসির দাবি জানান স্বজন ও এলাকাবাসী।