মীর সবুর আহম্মেদ, মুক্তাগাছাঃ
আজ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্স কল্যাণ শেডে জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম এর সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।বিভিন্ন কাজের উপর তাদেরকে পুরস্কার ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।কাজের উপর বিত্তিকরে মুক্তাগাছা থানার ওসি আব্দুল মজিদকে শ্রেষ্ঠ ঘোষণা করা হয়।
কল্যাণ সভার শুরুতে পবিত্র কোরআন ও অন্যান্য পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ জনাব চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, বিপিএম(বার), পিপিএম এর পক্ষ থেকে বিভিন্ন সময় শাহাদাৎ বরণকারী পুলিশ সদস্য এসআই মোস্তাফিজুর রহমান, কনস্টেবল মনিরুজ্জামান, কনস্টেবল নুরুল ইসলাম ও কনস্টেবল শহীদুল ইসলাম-বৃন্দের স্ত্রীদেরকে ঈদ শুভেচ্ছা উপহার প্রদান করেন সম্মানিত পুলিশ সুপার মহোদয়। তিনি ও অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) জনাব রায়হানুল ইসলাম কেন্দ্রীয় মেধাতালিকা অনুসারে এএসআই থেকে এসআই পদে পদোন্নতিপ্রাপ্ত দুইজন পুলিশ সদস্য এসআই(নি:) শরীফ আহমেদ ও এসআই(স:) জাহাঙ্গীর আলম-দ্বয়কে র্যাঙ্কব্যাজ পরিয়ে দেন। জেলা পুলিশের মোট ৬ জন সদস্যকে অবসরজনিত বিদায় সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়; তারা হলেন- এএসপি জনাব মো: আইয়ুব আলী, কং মো: আসাদুজ্জামান, কং মো: জাহাঙ্গীর আলম, কং শ্রী হাজং চন্দ্র ধর, কং মো: শাহাদত হোসেন ও কং এস এম মঞ্জুরুল ইসলাম। এছাড়াও কর্তব্য পালনকালে আত্মোৎসর্গকারী পুলিশ সদস্য মো: রফিকুল ইসলামের স্ত্রীকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়৷
এরপর মে ২০২৩ মাসের বিভিন্ন আভিযানিক সাফল্য ও আইন-শৃঙ্খলা রক্ষার্থে গৃহীত বিভিন্ন কার্যক্রমের মানদন্ডে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দকে সম্মাননা স্মারক ও আর্থিক পুরস্কার প্রদান করা হয়।
পুলিশ সুপার নিজের বক্তব্যে ফোর্সের উন্নয়নমূলক বিবিধ দিক-নির্দেশনার পাশাপাশি ঈদের ছুটি মোটরসাইকেল নিয়ে বাড়িতে গমনে কঠোর নিষেষ আরোপ করেন। এছাড়া আসন্ন ঈদের নিরাপত্তা ও ট্রাফিক ডিউটি পালনকালে সর্বোচ্চ ধৈর্য্য, সততা ও পেশাদারিত্ব বজায় রাখার ব্যাপারে তিনি গুরুত্বারোপ করেন। পরিশেষে সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে তিনি কল্যাণ সভা সমাপ্ত করেন।