সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের নদী ভাঙ্গন কবলিত এলাকায় কাজ বন্ধের দুই দিনেও জিও ব্যাগ ডাম্পিং শুরু না হওয়ায় এলাকাবাসী ইউএনও’র অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল করেছে।
শনিবার (১৭ জুন) বিকেলে চরসলিমাবাদ এলাকার যমুনা নদীর পাড়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলামের অপসারণ ও দ্রুত জিও ব্যাগ ডাম্পিং কাজ শুরু করার দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে।
এর আগে বৃহস্পতিবার বিকেলে জিও ব্যাগে ব্যবহৃত বালু যমুনা নদী থেকে অবৈধভাবে উত্তোলনের দায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সাইফুল ইসলাম ডাম্পিং কাজের দুই শ্রমিক ও পানি উন্নয়ন বোর্ডের ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট কামরুল ইসলামকে আটক করেন ও ডাম্পিং কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই শ্রমিককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ও পানি উন্নয়ন বোর্ডের ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট কামরুল ইসলামকে ছেড়ে দেন।
নদী ভাঙ্গন এলাকার জিও ব্যাগ ডাম্পিং কাজ বন্ধের নির্দেশ দেয়ায় এলাকাবাসী তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেন। গত দুই দিনেও ডাম্পিং কাজ শুরু না হওয়ায় বিক্ষুব্ধ এলাকাবাসী আবারও বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার অপসারণ দাবি করে।
এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলামের মুঠো ফোনে কল করা হলে তিনি রিসিভ করেনি।
বৈধ অবৈধ বুঝি না,জিও ব্যাগ যেন বন্ধ না হয়,