মীর সবুর আহম্মেদ, মুক্তাগাছাঃ
ময়মনসিংহের মুক্তাগাছায় বুধবার দুপুরে উপজেলা প্রশাসন ও বিএসটিআই যৌথভাবে অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করে। নগরের নবাব ফিলিং স্টেশনে অকটেনের পরিমাপে কম দেয়ায় এ জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার জনাব লুৎফর রহমান ও বিএসটিআই এর সহকারী পরিচালক মোঃ ছানোয়ার হোসেন এ অভিযান পরিচালনা করেন।

নবাব ফিলিং স্টেশনের ম্যানেজার বাবুল জানান, ১০ লিটারে মাত্র ১০ মি.লি. কম অকটেন পায় বিজ্ঞ ম্যাজিস্ট্রেট। এর জন্য ১০ হাজার টাকা নগদ জরিমানা করেন। আমাদের মেশিনারি সমস্যার জন্য এমনটা ঘটেছে। মেশিনটি খুব শীঘ্রই ঠিক করা হবে বলেও জানান তিনি।
অপর আরেক অভিযানে, উপজেলা নির্বাহী অফিসার ও পুলিশের গোয়েন্দা অফিসার সড়কে দুই চাঁদাবাজকে গ্রেফতার করেন। জানা যায় কিছুদিন যাবৎ ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের কিছু জায়গায় তারা গাড়ি থামিয়ে চাঁদাবাজি করতো। রাজন (২৫), পিতা-আমজাদ আলী, সুমন চক্রবর্তী (৩০) পিতা- ভবতোষ চক্রবর্তী নামে এ দুই আসামীকে ২ বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট একেএম লুৎফর রহমান।