মীর সবুর আহম্মেদ, মুক্তাগাছাঃ
ময়মনসিংহের মুক্তাগাছায় হেরোইন ও গাজাঁ গাছসহ ৪ জনকে গ্রেফতার করেছেন মুক্তাগাছা থানার পুলিশ।
মুক্তাগাছা থানাধীন দুল্লা ইউনিয়ন এর চন্ডিমন্ডপ এলাকা থেকে মোঃ নাঈম ইসলাম(২১) পিতা-হাসমত আলী, কে গাজাঁ গাছ সহ এবং ২ জন মাদক (হেরোইন) ও একজন ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করেছেন, মুক্তাগাছা থানা পুলিশ।
সূএ জানায়, ওসি আঃ মজিদ এর নেতৃত্বে এস আই শামসুজ্জামান ও এএসআই ইকরাম পুলিশের যৌথ অভিযানে গতকাল রাত ১০ঃ৩০ মিনিটে নাঈম ইসলামের বাসার সংলগ্নে ফাঁকা একটি ভিটায় ৭ফুট দৈর্ঘ্যের একটি গাজাঁ গাছ উদ্বার করে পুলিশ, যার ওজন ১০(দশ) কেজি,মূল্য আনুমানিক ১ লক্ষ টাকা।
এর আগে সন্ধ্যা ৬ঃ১৫ মিনিটে মাদক (হেরোইন) সহ মোঃ স্বাধীন মিয়া(৪৩), পিতা- মকবুল হোসেন।
মোঃ গাজী মিয়া (৩৮), পিতা- মৃত হেলাল উদ্দিন, উভয়ের সাং-কলমোহনা। ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ সুজাত, পিতা- আবুল কাসেম, সাং-খাজুলিয়া, এদেরকে গ্রেফতার করেন মুক্তাগাছার থানা পুলিশ।
অফিসার ইনচার্জ আঃ মজিদ জানায়, আজকে মুক্তাগাছায় বিভিন্ন স্হানে অভিযান চালানো হয়। ধৃত আসামীদের”কে মাদকদ্রব্য আইন ২০১৮ এর ৩৬(১) এর সারণি ১৮(ক) ও ৮(খ)/৪১ ধারায় রুজু করা হয়।