মীর সবুর আহম্মেদ, মুক্তাগাছাঃ
ময়মনসিংহের মুক্তাগাছা থানাধীন দুল্লা ইউনিয়নের গয়েশপুর গ্রামে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামী রজব আলী (৫৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। ২২ বছর পর আসামী গ্রেপ্তার হয়।
সুত্র জানায়, ময়মনসিংহ টাঙ্গাইল আন্তঃজেলা বনদস্যু চক্রের সক্রিয় সদস্য রজব আলী, পিতা-আব্দুস সোবহান দীর্ঘদিন যাবৎ বনবিভাগের কর্তব্যরত কর্মকর্তা কর্মচারীদের ফাঁকি দিয়ে রাতের আঁধারে গাছ কেটে সয়লাব করেছিল।এ ব্যাপারে জানতে চাইলে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মজিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলায় অভিযান পরিচালনা করে মঙ্গলবার বিকেল আনুমানিক ৪টার দিকে গাজীপুর জেলার বাসন থানা এলাকা থেকে আসামী রজব আলীকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, বনদস্যু রজব আলী বন আদালত ময়মনসিংহ কর্তৃক দায়েরকৃত বিভিন্ন সি আর মামলায় ১৯৯৯ সালের দীর্ঘমেয়াদী সাজাপ্রাপ্ত আসামী।জাতীয় সম্পদ গাছ নিধনে যারাই জড়িত,তাদেরকে অবিলম্বে আইনের আওতায় না আনলে ভবিষ্যতে পরিবেশের ভারসাম্য রক্ষা,জীববৈচিত্র্যের অভয়ারণ্য ও সরকারের রাজস্ব মুখ থুবড়ে পড়বে বলে ভুক্তভোগী সাধারণ জনগণ ও অভিজ্ঞ মহলের ধারণা।