নেত্রকোণা প্রতিনিধিঃ
নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার স্বরমুশিয়া
ইউনিয়নের ঘাগড়া প্রাথমিক ও মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের দীর্ঘ দিনের জায়গার সমস্যার সমাধান করলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো.খায়রুল ইসলাম, ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাকিল আহমেদ৷ মঙ্গলবার সকাল ১১টায় বিদ্যালয়ে উপস্থিত হয়ে এলাকার গণমাণ্য ব্যক্তিদের নিয়ে এ সমস্যা সমাধান করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মুতাসিম বিল্লাহ, ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক
মো. দেলোয়ার হোসেন, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব চন্দ্র সরকার, ১নং স্বরমুশিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনি, উপজেলা আওয়ামীলীগের
উপ দপ্তর সম্পাদক মহিবুব হাসান লিটন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান সোহাগ সহ এলাকার গণ্যমান্যব্যাক্তিবর্গ।
এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, বিদ্যালয়ের দীর্ঘদিনের সমস্যা সমাধান করায় আমরা উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. খায়রুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাকিল আহমেদ কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।