চৌহালী প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের চৌহালীতে এডিবি’র অর্থায়নে ১১৭ মিটার আরসিসি রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২২ মে) সকালে উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের ফাজিল মাদ্রাসা সংলগ্ন জার্মান রোড হতে ১১৭ মিটার আরসিসি রাস্তার কাজের উদ্বোধন করেন চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন সরকার।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সিরাজুল ইসলাম, সহকারী প্রকৌশলী নাবিল হোসেন, বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন চৌহালী উপজেলা শাখার সভাপতি মো. মাহমুদুল হাসান প্রমুখ।