মো. শামীম হোসেন, জামালপুরঃ
জামালপুরের মাদারগঞ্জের কড়ইচড়া ইউনিয়নের মহিষবাথান এলাকায় এক সাবেক প্রধান শিক্ষকের জমি জোরপূর্বক বেদখলের অভিযোগ উঠেছে প্রতিবেশী প্রভাবশালীর বিরুদ্ধে। বুধবার ভোররাতে ওই ভুক্তভোগী শিক্ষকের জমি অভিযুক্ত প্রতিবেশী ফারুক আহম্মেদ ইউপি সদস্য আব্দুর রকিব ওরফে আবলু মেম্বারের সহযোগিতায় দেশিয় অস্ত্রসহ দলবল নিয়ে জমি বেদখল করে। ভুক্তভোগী ওই শিক্ষকের নাম আব্দুর রউফ ওরফে কামরুল মাস্টার। তিনি পূর্ব কড়ইচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। এ বিষয়ে তিনি বুধবার দুপুরে জামালপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। জমি বেদখলের খবর পেয়ে মাদারগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আব্দুর রউফ ওরফে কামরুল মাস্টার বলেন, আমাদের পূর্বপুরুষরা ৮০ বছর আগে ওই জমি ক্রয় করেন। আমাদের সকল ডকুমেন্ট থাকার পরও অভিযুক্তরা পেশি শক্তির জোড়ে জমিটি বেদখল করেছে। জমি বেদখলের পর থেকে আমাদের প্রতিনিয়ত হুমকি দিচ্ছে প্রাণে মেরে ফেলার। আমরা শঙ্কিত, বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভোগতেছি।
এ ব্যাপারে অভিযুক্ত ফারুক আহমেদ বলেন, ওই জমি তার পৈত্রিক সূত্রে পাওয়া। এ নিয়ে যেসব অভিযোগ করা হয়েছে তা সব মিথ্যা।
কড়ইচড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সদস্য আব্দুর রকিব ওরফে আবলু মেম্বার বলেন, এই জমি নিয়ে বিভিন্ন সময় ৫ টি সালিশ বৈঠক হয়েছে। সালিশ বৈঠকে আব্দুর রউফ কোন কাগজপত্র দেখাতে পারেননি। এই জমি নিয়ে আদালতে রেকর্ড কারেকশন মামলাও চলমান রয়েছে। আব্দুর রউফ মাস্টারের অভিযোগ সঠিক না।
মাদারগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিরোধী জমিতে কাজ বন্ধ করে দেন।