মো. শামীম হোসেন, জামালপুরঃ
জামালপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যানের নতুন বাসভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্প্রতিবার সকালে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোঃ মোজাফ্ফর হোসেন। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান, সহকারী কমিশনার (ভূমি) বরকত উল্লাহ, এলজিইডি’র উপজেলা প্রকৌশলী তৌহিদুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদৎ হোসেন সহ আরো অনেকে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ১ কোটি ৪৪ লাখ টাকা ব্যায়ে দ্বিতল ডুপ্লেক্স ভবনটি নির্মাণ কাজ করবে মেসার্স ই-আস এন্টারপ্রাইজ।