পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ
আগত ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় নওগাঁর পোরশায় প্রস্তুতিমুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার ইউএনও’র কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তার। এসময় ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন, গাঙ্গুরিয়া ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান সহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ইতোমধ্যে উপজেলার সকল ইউপি চেয়ারম্যান, বিভিন্ন দপ্তর প্রধান, পুলিশ, আনসার বাহিনী সহ সকল সেচ্ছাসেবী সংগঠনকে আগত ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় প্রস্তুত থাকতে বলা হয়েছে। এছাড়াও স্থানীয়ভাবে সকল প্রস্তুতি নেয়া হয়েছে বলে ইউএনও সালমা আক্তার জানান।