চৌহালী প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের চৌহালীতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ‘গ্রামীণ মাটির রাস্তা সমূহ টেকসই করণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ’ কর্মসূচির আওতায় রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৯ মে) দুপুরে উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের আজিমুদ্দিন মোড় এর মিজানুর রহমানের দোকান হতে চরজাজুরিয়া মোল্লাপাড়া জামে মসজিদ হয়ে মুন্নাফের বাড়ি পর্যন্ত রাস্তা এইচবিবি করণ ৮৫৬ মিটার, ঘোড়জান ইউনিয়নের চরজাজুরিয়া আব্দুল মজিদের বাড়ী হতে চরজাজুরিয়া হাজীপাড়া জামে মসজিদ পর্যন্ত রাস্তা এইচবিবি করণ ১৪৪ মিটার সহ মোট এক হাজার মিটার এইচবিবি করণ কাজের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৫ (চৌহালী-বেলকুচি) আসনের সংসদ সদস্য আলহাজ আব্দুল মমিন মন্ডল।
ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার’র পরিচালনায় উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মজনু মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ তাজ উদ্দিন, উপজেলা আ’লীগের সহ সভাপতি হাবিবুর রহমান হাবিব,ঘো ড়জান ইউপি চেয়ারম্যান রোমজান আলী প্রমুখ।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত উক্ত হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ কাজের চুক্তি মূল্য ৬৩ লক্ষ ৫০০০ হাজার টাকায় কাজ পায় সিরাজগঞ্জের মেসার্স নাহিন টেডার্স।
এদিকে উপজেলা কাঁঠাল বাগান চত্ত্বরে পৃথক অনুষ্ঠানে ২০২২-২৩ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মৎস্যজীবিদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপকরণ সহায়তা হিসাবে বকনা বাছুর বিতরণ ও ১০২ টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ এবং ১০৮ জন মেধাবী শিক্ষার্থীদের হাতে ট্যাব তুলে দেন স্থানীয় সংসদ সদস্য।