ছাতক প্রতিনিধিঃ
দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় গ্রামে অভিযান চালিয়ে ভারতীয় ১৭ বস্তা চিনিসহ মোঃ ফজলু মিয়াকে (৩৭) আটক করেছে পুলিশ। অপর দিকে গাজা ব্যবসায়ি আব্দুল্লাহ (২৫) কে ও আটক করা হয়। আটক যুবক আব্দুল্লাহকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।সোমবার (৮ মে) দুপুরে তাদেরকে সুনামগঞ্জ কারাগারে প্রেরণ করা হয়েছে।
আটক মোঃ ফজলু মিয়া (৩৭) উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় গ্রামের মৃত সফর আলীর ছেলে। তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। সাজাপ্রাপ্ত অপর আসামি আব্দুল্লাহ (২৫) দোহালিয়া ইউনিয়নের পানাইল পুরান পাড়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে। তাকে ভ্রাম্যমাণ আদালতের হাকিম, সহকারি কমিশনার (ভুমি) ফয়সাল আহমেদ ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। রবিবার(৭ মে )রাত ১০টার দিকে উপজেলার দোহালিয়া পানাইল এলাকা থেকে তাকে আটক করা হয়। এদিকে বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় গ্রামের জনৈক হাকিম আলীর বাড়িরর উত্তর পাশে কাঁচা রাস্তার উপর ভারতীয় চিনি ক্রয়-বিক্রয়ের সময় অভিযান চালিয়ে ১৭ বস্থা চিনিসহ মোঃ ফজলু মিয়াকে আটক করা হয়েছে।দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর ২ জন আটকের বিষয় নিশ্চিত করে জানান, তাদেরকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।