রায়গঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জে চান্দাইকোনা খাদ্য বিভাগের আয়োজনে অভ্যন্তরিন বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকাল ১১টায় চান্দাইকোনা খাদ্য গুদামে উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কণা মন্ডলের সভাপতিত্বে বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ইমরুল হোসেন তালুকদার ইমন।
এসময় আরো উপস্থিত ছিলেন, চান্দাইকোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হান্নান খান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ মোঃ নিয়ামুল হক, চান্দাইকোনা খাদ্য গুদামের পরিদর্শক মোঃ আশরাফুল আরেফিন, চান্দাইকোনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ সহিদুল ইসলাম, রায়গঞ্জ উপজেলা কৃষক লীগের জিয়া উদ্দিন বাবলু, রায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম নজরুল ইসলাম সহ চাতাল মিল সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল সদস্য বৃন্দ। এ বছর ১ হাজার ২৫ মেট্রিক টন বোরো ধান ও চাল সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে।