নেত্রকোনা প্রতিনিধিঃ
হাওর অঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের
আওতায় নেত্রকোনার আটপাড়ার লুনেশ্বর, বানিয়াজান, দুওজ ইউনিয়নের ১০০ জন সুফল ভোগীদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে সুফলভোগীদের মাঝে এসব ছাগল বিতরণ করা হয়।
ছাগল পাওয়া উপকারভোগীরা জানান, আয়ের উৎস হিসাবে ছাগল উপহার পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করি, ছাগল পেয়ে আমরা খুঁশি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাকিল আহমেদের সভাপতিত্বে ছাগল বিতরণে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান খান নন্দন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মাসুদ করিম ছিদ্দিকী, যুব উন্নয়ন কর্মকর্তা
মো. ওমর ফারুক, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি আসাদুজ্জামান খান সোহাগ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. সুফল খান।