সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
ঢাকা বগুড়া – মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাকের ধাক্কায় অটোভ্যান চালক নিহত হয়েছে।
নিহত অটোভ্যান চালক থানার আলোকদিয়া গ্রামের গঞ্জের আলী ছেলে, নজরুল ইসলাম (৩৫) ।
মঙ্গলবার (১১ এপ্রিল)দুপুর ১২ টার দিকে নলকা ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভ্যানটি নলকা মোড়ের দিকে যাওয়ার পথে পেছন থেকে ট্রাক অটো ভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ভ্যান চালকের মৃত্যু হয়।
মরদেহ উদ্ধার করে ময়না তদন্তর জন্য নেওয়ার সময় হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের এ এস আই জাহিদ সহ বেশ কয়েকজন পুলিশের সাথে মরদেহ নিয়ে টানা হেচরা হয় স্থানীয় জনতার সাথে ।
পরে স্থানীয় জনতারা ময়না তদন্ত করতে দিবেনা বলে মরদেহটি বাসায় নিয়ে যেতে চায়।
উল্লেখ: ঈদুল ফিতর উপলক্ষে নলকা নতুন ব্রীজের দুইলেন খুলে দিলেও নিচের পুরাতন ব্রীজ দিয়েই চলাচল করছে গাড়ী আর এই পুরাতন ব্রীজ দিয়ে গাড়ি চলাচল করায় ক্ষুদ্ধ এলাকার জনতা ।
স্থানীয়রা যানান, পুরাতন ব্রীজ দিয়ে এলোপাথারী গাড়ী চলাচল করায় এদুর্ঘটনা ঘটেছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার এ এস আই জাহিদ স্থানীয়ের সাথে মরদেহ নিয়ে দস্তাদস্তির ঘটনার বিষয়টির সত্যতা শিকার করেন। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদরুল কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করবন।