আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোনার আটপাড়ায় ধান কাটার হারভেস্টার মেশিনের নীচে চাপা পড়ে মোঃ তাসিন মিয়া (১১) নামেরএক শিশুর করুণ মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার দুওজ ইউনিয়নের কমলাশ্রম গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানান, কমলাশ্রম গ্রামের কৃষক শফিকুল ইসলাম তার জমির পাকা ধান কাটার জন্য জনৈক শামছুল কবীর রাহাতের হারভেস্টার মেশিন দিয়ে আজ শুক্রবার বিকালে ধান কাটছিল। বিকাল সাড়ে ৫টার দিকে একই গ্রামের সেকুল মিয়ার পুত্র মোঃ তাসিন মিয়া ধান কাটার মেশিন দেখতে গিয়ে হারভেস্টার মেশিনের নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। ঘটনার পরপরই চালক পালিয়ে যায়।
এ ব্যাপারে আটপাড়া থানার অফিসার ইনচার্জ উজ্জল কান্তি সরকারের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, যথাযথ আইনগত প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে। মৃতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে হারভেস্টার চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।