গোলাপগঞ্জ প্রতিনিধিঃ
গোলাপগঞ্জের বাঘায় মাওলানা মনির উদ্দিন ট্রাস্টের উদ্যোগে ও তরুণ সমাজসেবক, যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট গোল্ড ও প্রোপার্টি ব্যবসায়ী মুহিতুর রহমানের আর্থিক সহায়তায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মাওলানা এনামুল। হকেত বাড়িতে এ ইফতার মাহফিলে বিশিষ্ট ব্যাক্তিবর্গ অংশগ্রহণ করেন।
ইফতার মাহফিলে প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: আব্দুস সবুর।
মাওলানা মনির উদ্দিন ট্রাস্টের সভাপতি মাওলানা এনামুল হকের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদের পরিচালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুল হাকিম পারভেজ, ইসলামিক ফাউন্ডেশন সিলেটের বিভাগীয় কার্যালয়ের ট্রেইনার হাফিজ মাওলানা আব্দুল আহাদ, পূপূর্ব ভাগ মাদ্রাসার মুহতামিম মাওলানা আতিকুর রহমান, মোহাম্মদপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা আমির উদ্দিন জালালী, তুরুগাঁও এলাকার বিশিষ্ট মুরব্বি আলহাজ নজরুল ইসলাম, কটলিপাড়া মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল মজিদ জুনেদ, হিফজুল কোরআন পরিষদের সহ সভাপতি হাফিজ সাব্বির আহমদ, হাফিজ আদনান শাহ, হাফিজ আবুল হোসাইন সাধারণ সম্পাদক হাফিজ আবু তাহের, সহ সাধারণ সম্পাদক আবুল কালাম, মাওলানা মকসুস আহমদ, ডা. এনামুল হক৷ আব্দুল ওয়াহিদ ফাহিম, এহসানুল হক সহ আরো অনেকে।
ইফতার মাহফিলে যুক্তরাজ্য প্রবাসী মরহুম গৌছ উদ্দিন সহ সমস্ত মুর্দেগানদের মাগফেরাত কামনা দোয়া পরিচালনা করেন মাওলানা সাদিকুর রহমান।