আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোনার বারহাট্টায় স্কুলছাত্রী মুক্তি বর্মণকে (১৫) কুপিয়ে হত্যার প্রতিবাদে ও গ্রেপ্তার কাওছার মিয়ার (১৮) দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে তেলিগাতী বাজারে এ কর্মসূচি পালন করা হয়। এতে আটপাড়া জাতীয় হিন্দু ছাত্র মহাজোট অংশ নেয়। মুক্তি বর্মণ বারহাট্টা উপজেলার প্রেমনগর ছালিপুরা গ্রামের নিখিল বর্মণের মেয়ে ও প্রেমনগর ছালিপুরা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে উদীচী বারহাট্টা শাখা কমিটির সাধারণ সদস্য, নারী প্রগতির ইয়ুথ গ্রুপ ও কংস থিয়েটারের সদস্য ছিল। অভিযুক্ত কাওছার একই গ্রামের মো. শামসু মিয়ার ছেলে।
মুক্তির রানী বর্মন এর হত্যাকারীর আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আটপাড়া জাতীয় হিন্দু ছাত্র মহাজোট তেলিগাতী বাজারে মানববন্ধন করে। এ সময় বক্তব্য রাখেন জাতীয় হিন্দু ছাত্র মহাজোট আটপাড়ার দুওজ ইউনিয়ন শাখার সভাপতি অঞ্জন সরকার,
সহ-সভাপতি সুবীর বিশ্বশর্মা, আটপাড়া উপজেলা
ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক তরিকুজ্জামান তরিক, তেলিগাতী সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ডালিম খান, সদস্য অমিত বিশ্বাস, সাগর সরকার প্রমুখ।