ছাতক প্রতিনিধিঃ
ছাতক উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টে এক বিশাল র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। র্যালি শেষে ১ মে সোমবার দুপুরে উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কয়েছ আহমদ লিটনের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম তালেব, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক আশরাফুর রহমান চৌধুরী, সহ-সভাপতি নুরুল আমিন আজাদ। বক্তব্য রাখেন নুর আহমদ হিরণ, মতিউর রহমান, আব্দুল হক,হাবিবুর রহমান, সাহাবুদ্দিন, আলী হোসেন প্রমুখ। এদিকে ছাতক পৌর শ্রমিক ফেডারেশনের উদ্যোগে শহরে র্যালি শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি শাহ আলম মিয়া, ছাতক শ্রমিক ফেডারেশনের উপজেলা সভাপতি ক্বারী জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক ছালিক মিয়া, ইমারত নির্মাণ শ্রমজীবী সমবায় সমিতির সভাপতি শাহজাহান মিয়া, মুজিব মিয়া, নিজাম উদ্দিন প্রমুখ।