জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জঃ
সোমবার (১ মে) বিকেলে সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ হার্ড পয়েন্টে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নির্মিত “মুক্তির সংগ্রাম” ভাস্কর্য এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী একেএম এনামুল হক শামীমকে ফুলেল সংবর্ধনা দিয়েছেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি জাকিরুল ইসলাম সান্টু ও সাধারণ সম্পাদক ফজল-এ-খোদা লিটন। এ সময় বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক ড. জাফর ইকবাল ও সাবেক মন্ত্রী পরিষদ সচিন কবির বিন আনোয়ার উপস্থিত ছিলেন।