স্টাফ রিপোর্টারঃ
ঠাকুরগাঁওয়ে জেলা আওয়ামী লীগের অফিসের সামনে শনিবার দেশব্যাপী বিএনপি’র সন্ত্রাস নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপ-রাজনীতির বিরুদ্ধে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত শান্তি সমাবেশ অনুষ্ঠান বাংলাদেশ আ’লীগ সদর উপজেলা শাখার আয়োজনে সমাবেশে সদর উপজেলা আ’লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড.অরুনাংশু দত্ত টিটোর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ সাদেক কুরাইশী।
এছড়া অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড.আ.স.ম গোলাম ফারুক রুবেল,সহ সভাপতি মাহাবুবুর রহমান খোকন,যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. মোস্তাক আলম টুলু, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন,মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক,পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা,সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার প্রমুখ।
এ শান্তি সমাবেশ অনুষ্ঠানে সদর উপজেলা আ’লীগের বিভিন্ন কমিটির সদস্য,জেলা আ’লীগ, যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ,মহিলা লীগ,যুব মহিলা লীগ,ছাত্রলীগসহ আ’লীগের বিভিন্ন সহযোগি অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকগণ অংশ গ্রহণ করেন।
এ সময় বক্তারা বিএনপিকে সন্ত্রাস নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপ-রাজনীতি থেকে বের হয়ে সুষ্ঠু ধারার রাজনীতি করতে আহবান জানিয়েছেন বলে জানা যায়।