ছাতক প্রতিনিধিঃ
জলবায়ূ পরিবর্তনের বিরূপ প্রভাব নিরসনে সিলেট বিভাগে পূনঃ বনায়ন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ছাতকে মুর্তা বাগান সৃজন ও বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন কার্যক্রম চলছে। বন বিভাগের সুনামগঞ্জ জেলা রেঞ্জের ছাতকে চলতি অর্থ বছরে উপজেলা ইসলামপুর ইউনিয়নের রাজেন্দ্রপুর ও সৈদাবাদ এলাকার প্রায় ৮৫ হেক্টর পতিত জমিতে মুর্তা বাগান ও বিভিন্ন প্রজাতির ১লক্ষ ১২হাজার বৃক্ষ রোপন করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। রোববার চলমান মুর্তা বাগান ও বৃক্ষরোপন কার্যক্রম পরিদর্শন করেন বন বিভাগের সুনামগঞ্জ জেলা রেঞ্জের কর্মকর্তা সাদ উদ্দিন আহমদ। এসময় উপজেলা বিট ও ফরেষ্ট কর্মকর্তা এবং বন বিভাগের লোকজন উপস্থিত ছিলেন। ফরেস্টের কর্মকর্তারা জানান, জলবায়ূ পরিবর্তনের বিরূপ প্রভাব নিরসনে ইসলামপুর ইউনিয়নের বন বিভাগের বিশাল এলাকা জুড়ে মুর্তা বাগান ও হিজল, জারুল, অর্জুন, সুন্দরী, বরুন জাতীয় বৃক্ষ সংরক্ষিত বনভুমিতে রোপন কাজ চলছে। বিগত অর্থ বছরে ছাতক বিটের ইসলামপুর ও সৈদাবাদ মৌজার ২২৫ হেক্টর বনভুমিতে মুর্তা বাগান সম্পন্ন হয়েছে। চলতি অর্থ বছরে ৭০ হেক্টর বন ভুমিতে বিভিন্ন প্রজাতির বৃক্ষ ও ১৫ হেক্টর বনভুমিতে মুর্তা বাগান করার লক্ষ্যে কাজ চলছে। বাগান সম্পন্ন করতে প্রতিদিনি ৭০-৭৫ জন শ্রমিক এখানে কাজ করছে। সরকারী বন ভুমি ও মুর্তা বাগান রক্ষায় উপজেলা ও পুলিশ প্রশাসনের সহযোগিতার পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গের সার্বিক সহযোগিতা কামনা করেন বন বিভাগ ফরেস্টের কর্মকর্তারা।