খাগড়াছড়ি প্রতিনিধিঃ
মহান মে দিবস উপলক্ষে খাগড়াছড়ি জেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা করা হয়,জেলা শ্রমিক লীগের আয়োজনে জেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠন এবং বিভিন্ন পেশাজীবী শ্রমিক সংগঠন।
শ্রমিক-মালিক ঐক্য গড়ি,
স্মার্ট বাংলাদেশ গড়ে তুমি
এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে এবারের মে দিবস উদযাপিত হয়।
সোমবার (১ মে) সকাল ৯টার দিকে জেলা শহরের টাউন হল থেকে র্যালিটি বের হয়ে শাপলা চত্বর ঘুরে এসে টাউন হলে এসে শেষ হয়।
জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন- আওয়ামী লীগ ক্ষমতায় আসলে শ্রমিকদের ভাগ্যের উন্নয়ন ঘটে। শ্রমিকদের কল্যাণে আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও কাজ করবে,আমাদের এখন স্মার্ট বাংলাদেশ গড়তে হবে,স্মার্ট বাংলাদেশ গড়তে আমাদের স্মার্ট হতে হবে।আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে স্মার্ট বাংলাদেশ গড়তে সহযোগিতা করবেন।
বিশেষ উপস্থিত ছিলেন – অতিরিক্ত পুলিশ সুপার ও সদর সার্কেল জিনিয়া চাকমা, খাগড়াছড়ি বন বিভাগের বিভাগীয় পরিচালক হুমায়ুন কবির, জেলা আওয়ামীলীগের সহসভাপতি কল্যান মিত্র বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার, দপ্তর সম্পাদক চন্দন দে, উপ দপ্তর সম্পাদক ও সাংবাদিক নুরুল আজম,জেলা পরিষদের সদস্য খোকনেশ্বর ত্রিপুরা, সদস্য শামীম চৌধুরী, এড. মোহাম্মদ নূরউল্লাহ হিরো,সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সনজিত ত্রিপুরা, সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি শান্তি পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় দাস,জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কেএম ইসমাইল হোসেন,
জেলা শ্রমিকলীগের আহ্বায়ক জানু সিকদার, কৃষক লীগের সভাপতি পিন্টু ভট্টাচার্য, জেলা যুবমহিলালীগের সভাপতি বিউটি রানি ত্রিপুরা, সাধারণ সম্পাদক বিলকিস চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম, ট্রাক চালক সমবায় সমিতির, মালিক সমিতি, ইজিবাইক শ্রমিক সমিতি, বাস মিনিবাস চালক সমিতিসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।