জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জে পৃথক দুটি অভিযানে ১৪০ কেজি গাঁজা ও ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা। বঙ্গবন্ধু সেতু পশ্চিম কড্ডার মোড় ও সলঙ্গায় মাদক বিরোধী দুটি অভিযানে তাদের আটক করা হয়।
শনিবার (২৯ এপ্রিল) বেলা ১১ টার দিকে সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সামিউল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ মাদক বিরোধী অভিযানে গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি প্যারাড়ো (রোজ) কালো রংয়ের জিপগাড়ী জব্দ করা হয়। উদ্ধারকৃত ওই ১৪০ কেজি গাঁজার বর্তমান বাজার মূল্য প্রায় অর্ধকোটি টাকা।
গাঁজাসহ আটক করা হয় জসিম উদ্দিন (৩২) নামের এক মাদক কারবারিকে। তিনি কুমিল্লা জেলার নিশ্চিতপুর
পূর্বপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন জেলায় ৭টি মাদক মামলা রয়েছে।
অপরদিকে ইয়াবা ট্যাবলেটসহ সলঙ্গায় অভিযান দুজনকে আটক করা হয়। তারা হলেন- তাড়াশ উপজেলার দিঘুরিয়া গ্রামের মন্নাফ হোসেনের ছেলে তারেক রহমান সোহেল (২৭) ও একই উপজেলার খুঁটিগাছা গ্রামের মোশারফ হোসেনের ছেলে আল-আমিন (২৬)।
এ সময় জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী ও এস আই জুলহাজ উদ্দীনসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।