ছাতক প্রতিনিধিঃ
দোয়ারাবাজারে মমিনা খাতুন (২৪) নামের দুই সন্তানের জননী বিষপান করে আত্মহত্যা করেছে। শুক্রবার (২৮ এপ্রিল ) দুপুরে উপজেলার সুরমা ইউনিয়নের বৈঠাখাই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মমিনা খাতুন ওই গ্রামের নাজির হোসেনের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সুরমা ইউনিয়নের বৈঠাখাই গ্রামের দুই সন্তানের জননী মমিনা খাতুনের স্বামী নাজির হোসেন একজন কৃষক। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাতে পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সঙ্গে মমিনা খাতুনের কথা কাটা-কাটি হয়। কথা কাটাকাটির জেরে মমিনা খাতুন অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছেন বলে জানাগেছে। পরিবারের লোকজন মমিনা খাতুনকে স্থানীয়দের সহায়তায় আশংকাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাকে সিলেট এমএ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ষোষণা করেন। দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।