ডিএনবি নিউজ ডেস্কঃ
সিরাজগঞ্জের চৌহালীতে অটো-সিএনজি মালিক সমিতি সংগঠনকে “চাঁদা” দিতে অস্বীকার করায় মো. আরমান মোল্লা (২২) নামে এক পিক-আপ চালককে মারধর ও গাড়ী ভাঙচুরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার কোদালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে আহতদের উদ্ধার করে নাগরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠায়। পিক-আপ চালাক মো. আরমান মোল্লা উপজেলার রেখাইপুখুরিয়া গ্রামের মো. মিরাজ মোল্লার ছেলে।
জানা যায় চৌহালী-নাগরপুর-টাংগাইল সড়কে প্রতিদিন শতাধিক অটোরিকশা ও সিএনজি চলাচল করে। অভিযুক্তরা টোল আদায়ের নামে প্রতিটি অটোরিকশা ও সিএনজি থেকে প্রতিদিন ২০ টাকা করে “চাঁদা” আদায় করে।
পিক-আপ চালক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা
যায় জোতপাড়া থেকে পিক-আপে করে যাত্রী নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। এ সময় জোতপাড়া ঘাট থেকেই তার কাছে সংগঠনের কথা বলে ৩টি পিক-আপ থেকে ৬শ’ টাকা চাঁদা নেয়। ঘাট থেকে প্রায় ৩ কিলোমিটার যাওয়ার পর কোদালিয়া এলাকায় একই সংগঠনের পক্ষ থেকে চাঁদে চাওয়া হয়। তিনি চাঁদা নিতে অস্বীকৃতি জানালে কিছু বুঝে ওঠার আগেই চাঁদা উত্তোলনকারীরা অতর্কিত হামলা চালিয়ে এলোপাথারি কিল-ঘুষি ও লাথি মেরে জখম করে ও গাড়ি ভাঙচুর করে।
এ ব্যাপারে জানতে চাইলে চৌহালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর রশিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পরিস্থিতি এখন শান্ত আছে। অভিযোগ পেয়েছি এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।