সংবাদ শিরোনাম ::
সিরাজগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ন্যায্য মূল্যের ৭ টন চালসহ আটক ২ চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত মেয়াদ পেরিয়ে গেলেও হচ্ছেনা সিরাজগঞ্জ জেলা বাস মালিক সমিতির নির্বাচন আটপাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব টিটু ভুঁইয়ার জন্মদিনে বৃক্ষ রোপন আটপাড়ার তেলিগাতী সরকারি কলেজের মত বিনিময় সভা অনুষ্ঠিত তাড়াশে ৯০ দশকের জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতাদের মতবিনিময় এনায়েতপুরে পুলিশ হত্যা মামলায় আ’লীগ-যুবলীগের দুই নেতা গ্রেপ্তার খেজুর গাছ প্রস্তুতে ব্যস্ত চলনবিলের গাছিরা তাড়াশে দ্বিতীয় বিয়ের প্রতিবাদ করায় প্রথম স্ত্রীকে পিটিয়ে হত্যা ঘাতক স্বামী আটক চৌহালীতে সরকারি মাটি ভরাটকৃত রাস্তা দখল করে দোকানঘর নির্মাণ

কুলাউড়ায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবা গ্রেফতার

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

কুলাউড়ায় নিজের ১২ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। এই অভিযোগে ভুক্তভোগী কিশোরীর বাবাকে (৫০) গ্রেপ্তার এবং কিশোরীকে উদ্ধার করে চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

২৫ এপ্রিল মঙ্গলবার গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল সোমবার কিশোরীর নানির দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। ওই ব্যক্তির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে।

ভুক্তভোগী ওই কিশোরী স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তার মা গৃহকর্মী হিসেবে প্রবাসে থাকেন। মঙ্গলবার দুপুরে বিষয়টি জানিয়েছেন কুলাউড়া থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুছ ছালেক।

ওসি আব্দুছ ছালেক জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির স্ত্রী ও ভুক্তভোগীর মা দেড় মাস আগে গৃহকর্মী ভিসায় সৌদি আরবে পাড়ি জমান। গ্রেপ্তার ব্যক্তি তাঁর দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে বাড়িতে থাকেন। ভুক্তভোগীর ছোট বোনের বয়স ৭ বছর ছোট ভাইয়ের ৫ বছর। গত শনিবার ঈদের রাতে নিজ মেয়েকে ঘরের ভেতর ধর্ষণ করেন ওই ব্যক্তি। পরে বিষয়টি যেন কেউ জানতে না পারে সে জন্য ওই মেয়েকে ঘরের ভেতর অবরুদ্ধ করে রাখেন। গতকাল সোমবার ভুক্তভোগী ওই কিশোরী ঘর থেকে পালিয়ে তার নানাবাড়িতে চলে যায়। সেখানে তার নানিকে বিষয়টি খুলে বলে ভুক্তভোগী কিশোরী। পরে ভুক্তভোগীর নানি তাৎক্ষণিক বিষয়টি কুলাউড়া থানার পুলিশকে জানান এবং কিশোরীর বাবার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। অভিযোগের পর পুলিশ সোমবার রাতেই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় ওই ব্যক্তির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে। তাঁকে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী কিশোরীকে চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
DNB News

সিরাজগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ন্যায্য মূল্যের ৭ টন চালসহ আটক ২

কুলাউড়ায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবা গ্রেফতার

আপডেট সময় : ০৬:০৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

কুলাউড়ায় নিজের ১২ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। এই অভিযোগে ভুক্তভোগী কিশোরীর বাবাকে (৫০) গ্রেপ্তার এবং কিশোরীকে উদ্ধার করে চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

২৫ এপ্রিল মঙ্গলবার গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল সোমবার কিশোরীর নানির দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। ওই ব্যক্তির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে।

ভুক্তভোগী ওই কিশোরী স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তার মা গৃহকর্মী হিসেবে প্রবাসে থাকেন। মঙ্গলবার দুপুরে বিষয়টি জানিয়েছেন কুলাউড়া থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুছ ছালেক।

ওসি আব্দুছ ছালেক জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির স্ত্রী ও ভুক্তভোগীর মা দেড় মাস আগে গৃহকর্মী ভিসায় সৌদি আরবে পাড়ি জমান। গ্রেপ্তার ব্যক্তি তাঁর দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে বাড়িতে থাকেন। ভুক্তভোগীর ছোট বোনের বয়স ৭ বছর ছোট ভাইয়ের ৫ বছর। গত শনিবার ঈদের রাতে নিজ মেয়েকে ঘরের ভেতর ধর্ষণ করেন ওই ব্যক্তি। পরে বিষয়টি যেন কেউ জানতে না পারে সে জন্য ওই মেয়েকে ঘরের ভেতর অবরুদ্ধ করে রাখেন। গতকাল সোমবার ভুক্তভোগী ওই কিশোরী ঘর থেকে পালিয়ে তার নানাবাড়িতে চলে যায়। সেখানে তার নানিকে বিষয়টি খুলে বলে ভুক্তভোগী কিশোরী। পরে ভুক্তভোগীর নানি তাৎক্ষণিক বিষয়টি কুলাউড়া থানার পুলিশকে জানান এবং কিশোরীর বাবার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। অভিযোগের পর পুলিশ সোমবার রাতেই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় ওই ব্যক্তির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে। তাঁকে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী কিশোরীকে চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল পাঠানো হয়েছে।