পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর নিতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা নিতপুর বিওপি হতে ১ কিঃ মিঃ দক্ষিণে সীমান্ত পিলার ২৩০/১০ এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দিয়ারাপাড়া ফুটবল মাঠ হতে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকারী ভারতীয় দুই নাগরিককে আটক করেন। ১৬ বিজিবি নিতপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার আজিজুল ইসলাম জানান অদ্য ২৪ এপ্রিল ২০২৩ তারিখ আনুমানিক ১২.৩০ ঘটিকায় সময় নিতপুর বিওপির টহলদল কতৃক আটক করা হয়। আটককারি ভারতীয় নাগরিকের কাছ থেকে ১ টি বাটন মোবাইল সীমসহ (Samsung duos sm-313E) ভারতীয় ২০০ টাকা এবং বাংলাদেশী ১০০ টাকা পাওয়া যায়। আটককৃত ভারতীয় নাগরিক কে জিজ্ঞাসাবাদ করলে জানায় তারা হরিশ্চন্দ্রপুর ক্যাম্পের ১ নং গেইট দিয়ে এনআইডি কার্ড জমা দিয়ে ধানের জমি দেখতে যাবো বলে আসেন। আটককৃত নারীকে জিজ্ঞাসা করলে জানায় সরাইগাছি মা ও দাদার সঙ্গে দেখা করতে যাবে বলে জানায়। সোর্সের মাধ্যমে জানতে পারি তারা অবৈধভাবে বাংলাদেশী নাগরিক ভারতে নিয়ে যায় এবং ভারতীয় নাগরিক বাংলাদেশ নিয়ে আসে। আটককৃত নাগরিক প্রশান্ত সরদার (৩৯) পিতাঃ মৃতঃ জলোদাস সরদার গ্রাম- ফুলবাড়ি, পোস্ট- ভূতেষ রায় কলোনী থানা- ইংলিশ বাজার, জেলা- মালদা। মানো সরদার (৩৮) স্বামী- তপন সরদার, গ্রাম- বাহাদুরপুর, ডাকঘর- মানিককুরা, উপজেলা- হবিপুর, জেলা- মালদা, তাদের রাত ১১ টার দিকে পোরশা থানায় হস্তান্তর করা হয়।