জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরের দেওয়ানগঞ্জ এর উত্তর গামারিয়া এলাকায় চাঞ্চল্যকর ব্যবসায়ী ফেরদৌস হাসানের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে স্থানীয় এলাকাবাসী ও পরিবারের আয়োজনে জামালপুর- দেওয়ানগঞ্জ মহাসড়কে ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত ফেরদৌসের বড় ভাই আমজাদ হোসেন, স্ত্রী নাজমা বেগম, ছেলে নাফিজ মিয়া, শফিকুর রহমান সহ আরো অনেকে। এ সময় বক্তারা অভিযোগ করে বলেন দেওয়ানগঞ্জের উত্তর গামারিয়া এলাকার চাঞ্চল্যকর ব্যবসায়ী ফেরদৌস হাসানের হত্যাকারী হিসেবে অভিযুক্ত মোরশেদা আক্তার মিষ্টি, আনোয়ার হোসেন, সজিব কে গ্রেফতার করলেও বাকি আসামি অপু মিয়া, তপু মিয়া, সেলিম ও হালিমকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির জোর দাবি জানান। পরে একটি বিক্ষোভ মিছিল মহাসড়কের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে গামারিয়া বাজারে এসে শেষ হয়।
উল্লেখ্য যে, এ বছরের ১২ ই মার্চ ফেরদৌস হাসানকে তার নিজ দোকান থেকে নিখোঁজ হয়। ঘটনার দুদিন পরে পুলিশ অভিযান চালিয়ে পার্শ্ববর্তী ভুট্টা ক্ষেতে ব্যবসায়ী ফেরদৌসের মরদেহ উদ্ধার করে।এ ব্যাপারে মামলা দায়ের করলেও আসামিরা উল্টো মামলা তুলে নিতে মামলার বাদী ফেরদৌস হাসানের স্ত্রী নাজমা আক্তার সহ তার পরিবারকে হুমকি ধামকি দিয়ে আসছে। এ ব্যাপারে জীবনের নিরাপত্তা চেয়ে ও অভিযুক্ত আসামিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবিতে প্রধানমন্ত্রীর বরাবর আবেদন জানিয়েছে পরিবারটি।