ডিএনবি নিউজ ডেস্কঃ
সিরাজগঞ্জের চৌহালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৮জন আহত হয়েছে। শুক্রবার রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের টাঙ্গাইল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ঘটনায় মোতাহার ডাক্তার গ্রুপের পক্ষ থেকে ১৮ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছে। অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেছে পুলিশ। জানা যায়, উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের চরনাকালিয়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. করিম মাষ্টার গ্রুপ ও একই গ্রামের অপর আওয়ামী লীগ নেতা মো. মোতাহার ডাক্তার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিলো।
শুক্রবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের লোকজনের মধ্যে নতুন করে বাগবিতন্ডা ও কথা কাটাকাটি শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় গ্রুপের ৮জন আহত হয়। ঘটনার পর রক্তাক্ত অবস্থায় আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
চৌহালী থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ বলেন, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। মোতাহার ডাক্তারের পক্ষ থেকে থানায় মামলা করেছে। ইতিমধ্যে ৩ জনকে আটক করা হয়ছে।