চৌহালী প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের বিনানই গ্রামের মোছা. মুন্নি খাতুন নামের এক মহিলার ঘর ভাংচুর করলেন তার প্রাক্তন স্বামী আবুল কালাম। রবিবার (২৩ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলার বিনানই গ্রামের ইব্রাহিম স’মিল সংলগ্ন রাস্তার পাশে ভাংচুর করা ছাপড়া ঘরের মেঝেতে বসে ভুক্তভোগী মুন্নি খাতুন আর্তনাদ করছেন। মুন্নি খাতুন জানান আমাকে সে তালাক দিয়েছে কিন্তু তালাকের কোনো কাগজ পত্র পাইনি তবে আমি এখন তার স্ত্রী নই কারণ অনেকবার মৌখিক তালাক দিয়েছে সে। সে আমার পরে যাকে বিয়ে করেছে তাকে নিয়ে সংসার করছে।
যে বাড়িতে আমি ছিলাম সেই বাড়িতে এখন অন্যজনকে নিয়ে থাকে অথচ আমার ঘরে তার তিন সন্তান। তার এই তিন সন্তান নিয়ে আমি এখন কোথায় যাবো? আমার এই অসহাত্বের কথা এলাকার মান্যগণ্যদের জানালে তারা তার সাথে (আবুল কালাম) আলোচনার মাধ্যমে আমাকে থাকার জন্য একটু জায়গা দেয়। আমি অন্যের বাড়িতে কাজ ও ধারদেনা করে মাটি ভরাট করে সেই যায়গায় ঘর নির্নাণ করি কিন্তু ঘর নির্মাণের পর থেকেই তিনি আর আমাকে এখানে থাকতে দেবে না বলে জানিয়ে দেয়। আমি অন্যত্র চলে না যাওয়ায় বিভিন্ন সময় মারধর করে এবং আজ সকালে আমার ঘর ভাংচুর করে।
এ ব্যাপারে জানতে চাইলে অসিযুদ্ধ আবুল কালাম বলেন এই মহিলা আমার ঘরের নিচের মাটি কুপিয়েছে তাই ওর ঘর ভাংচুর করেছি। আমি আমার যায়গায় কাউকে থাকতে দেবো না।
এদিকে ঘটনাস্থলে থাকা এলাকাবাসী সুত্রে জানা যায় আবুল কালাম এ পর্যন্ত প্রায় ১০-১২টি বিয়ে করেছেন। কোনো স্ত্রীর সাথেই তার বেশিদিন সংসার টিকেনি।