কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলাধীন হাসনাবাদ হাইস্কুলের প্রাক্তন ও বর্তমান ছাত্রদের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২১ এপ্রিল (শুক্রবার) বিকেল ৩ ঘটিকায় হাসনাবাদ আদর্শ জনতা বিদ্যা বিতান উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে স্কুল প্রাঙ্গনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম ফজলুল হক বি,এস-সি’র বড় সন্তান জনাব আবুল হাসনাৎ জগলুল হক হাসু। তিনি আগামী ২০২৭ সালে স্কুলের সুবর্ণজয়ন্তী পালন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলের সভাপতি জনাব আবুল হাসনাৎ মো: ফয়জুল হক, প্রাক্তন শিক্ষার্থী আজহারুল ইসলাম, নূর হোসেন, মনছুর আলম, ইফতেখার নাহিন, আব্দুর রাজ্জাক, মতিউর রহমান, নলিনী কান্ত, সিরাজুল, খায়রুল, মনসুর, মাইদুল ইসলাম, নুরুজ্জামান রাজু, লেলিন, শাহাদাৎ সাজু, আব্দুল করিম মানিক, মোজাম্মেল হক, আশরাফুল সবুজ, হাফিজুর, ইসরাফিল, মাহবুব, আল-মামুন, মাহবুব হাসান মৃদুল, রুদ্র, মনছুর আলম, নুরনবী, মোসাদ্দেক, আনোয়ারুল, আসাদুজ্জামান, মজনু, রাসেল সহ আরো অনেকে।
উক্ত শিক্ষার্থীদের আহবানে আগামি ঈদ-উল-আযহার পরের দিন সুবর্ণজয়ন্তী বিষয়ে বৃহৎ পরিসরে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত আলোচনা সভায় সকল প্রাক্তন ছাত্রদের উপস্থিতি একান্তভাবে কামনা করা হয়েছে।
এছাড়া অনুষ্ঠানে স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের যার যার অবস্থান থেকে অবদান রাখার জন্য আহবান করা হয়।
অনুষ্ঠান শেষে স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রদ্যুৎ কুমার চক্রবর্তী স্বপন সাহেবের অসুস্থতাজনিত চিকিৎসা তহবিল ও পরবর্তী ব্যবস্থা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
পরিশেষে সভাপতি মহোদয় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
অনুষ্ঠানটি সঞ্চালন করেন মনিরুজ্জামান মিন্টু ও মাহদী হাসান।