আল ইমরান মনু
সিরাজগঞ্জের চৌহালীতে মশার কয়েলের আগুনে গোয়ালে থাকা ৩ টি গরু ১টি রাম ছাগল আগুনে পুড়ে মারা গেছে ও গোয়াল ঘড় পুড়ে ছাঁই হয়েছে।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) মধ্য রাতে উপজেলার খাষপুখুরিয়া ইউনিয়নের উত্তর খাষপুখুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন খাষপুকুরিয়া ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য, আলমগীর হোসেন। এতে ক্ষতিগ্রস্থ কৃষক মো. ওয়াজেদ সিকদারের প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি।
কৃষক মো. ওয়াজেদ সিকদার জানান, প্রতিবেশীরা গোয়ালঘড়ে আগুন জ্বলতে দেখে চিৎকার শুরু করে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আধা ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ততক্ষনে গোয়ার ঘরে থাকা ৩ টি গরু ১ টি রাম ছাগল পুড়ে মারা যায় ও গোয়াল ঘড় পুড়ে ছাঁই হয়ে যায় এবং আরও ২ টি গরুর অবস্থা আশঙ্কাজনক।