সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলা আওয়ামী লীগের সার্বিক তত্বাবধানে উপজেলার ১ হাজার হতদরিদ্র পরিবার মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহ:স্পতিবার (২০ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা পাওয়ার ডিসট্রিবিউশন কোম্পানির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও অবসর প্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল নজরুল হাসান মানিক।
এসময় আরো উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আব্দুল্লাহ আল পাঠান, সাধারণ সম্পাদক জুয়েল মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক সুলতান মাহমুদ সহ আরো অনেকে।