পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর পোরশা উপজেলাবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম। বুধবার এক বার্তায় পবিত্র মাহের রমজানের সিয়াম সাধনা শেষে উপজেলাবাসীকে তিনি শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি উপজেলাবাসীর সুস্বাস্থ্য কামনা করেন। ঈদ-উল-ফিতর সকলকে কাধেঁ কাঁধ মিলিয়ে এক সাথে পালন করার আহবান জানান। তিনি ঈদের দিনে যাতে কোন অপৃতিকর ঘটনা না ঘটে এবং উপজেলার জনগণ যাতে করে সুষ্ঠ সুন্দর ভাবে ঈদ পালন করতে পারে সেদিকে খেয়াল রাখতে স্থানীয় প্রশাসনকে সু-দৃষ্টি রাখাতে আহবান জানান। এছাড়াও তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি’র সুস্বাস্থ্য কামনা করে উপজেলাবাসীকে দোয়া করার আহবান জানান।