খাগড়াছড়ি প্রতিনিধিঃ
পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে জেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের (মসজিদ, মাদ্রাসা ও এতিমখানা) ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে ঈদ উপহার হিসেবে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৮এপ্রিল) সকাল সাড়ে ১০টায় পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে এ ঈদ উপহার বিতরণ করা হয়।
ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
এসময় উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত মূখ্য-নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, মক্যচিং চৌধুরী, এম এ জব্বার, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল্লাহ, জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরী, জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার প্রতিনিধিরা।