সাব্বির মির্জা, (তাড়াশ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাড়াশ উপজেলার ৯০ দশকের সাবেক ছাত্রনেতাদের দলীয় সাংগঠনিক মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (১৯ অক্টোবর) শনিবার সকালে তাড়াশ উপজেলা পাবলিক লাইব্রেরী হলরুমে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক ও বারুহাস ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাসান ইকবাল শহীদ।
৯০ এর দশকের সাবেক ছাত্রনেতাদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা জয়নুল আবেদীন মাহবুব, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাবেক ছাত্রনেতা অধ্যাপক মেহেরুল ইসলাম বাদল, উপজেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক সহকারী অধ্যাপক শফিউল হক বাবলু,উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি গোলাম রব্বানী সুর্য,তাড়াশ কলেজ ছাত্র সংসদের এজি এস বিপ্লব, ছাত্রনেতা সাইফুল খোন্দকার, রফিকুল ইসলাম তোতা, প্রভাষক মোহাব্বত উল্লাহ মুক্তা, প্রভাষক আব্দুল কাদের, আব্দুর রশিদ, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক জিয়াউর রহমান,ছাত্রনেতা গৌতম,আবুল বাশার, সেলিম রেজা প্রধান, আবুল কালাম, সোলায়মান হোসেন, ইব্রাহিম হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক ছাত্রনেতা জয়নুল আবেদীন মাহবুব বলেন, অভ্যন্তরীণ কোন্দল মিটিয়ে পদহীন ছাত্রদলের সাবেক নেতাদের ঐক্যবদ্ধ করতে হবে। বিশেষ করে ৯০-এর দশকে ছাত্রদলের যেসব সাহসী নেতা দীর্ঘসময় ধরে পদহীন তাদের গুরুত্বপূর্ণ পদ দিয়ে মূল্যায়ন করতে হবে।১৯৯০ থেকে ২০০৬ সাল পর্যন্ত ওয়ার্ড, ইউনিয়ন, কলেজে ও উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ছাত্রনেতার সংগঠিত করতে হবে। সম্মেলনের মাধ্যমে কমিটি না করে পকেট কমিটি করার জন্য সাবেক ছাত্রনেতাদের মূল্যায়ন করা হয়নি।
সভাপতির বক্তব্যে হাসান ইকবাল শহীদ বলেন, দেশের মানুষ আজ ভোটাধিকার, মানবাধিকারসহ সংবিধান স্বীকৃত সব ধরনের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। আজ সময় এসেছে দেশবাসী তাদের সব ধরনের অধিকার ফিরে পেতে বিএনপির দিকে তাকিয়ে আছে। যারা দীর্ঘদিন দলের বাইরে রয়েছেন তাদের দলে সম্পৃক্ত করতে হবে।