আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ
ঐতিহাসিক মুজিবনগর দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে নেত্রকোনার আটপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাকিল আহমেদের সভাপতিত্বে উপজেলা প্রকৌশলী আল মুতাসিম বিল্লাহর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মো. খায়রুল ইসলাম, ভাইস চেয়ারম্যান
মো. মিজানুর রহমান খান নন্দন, বীর মুক্তিযোদ্ধা সুলতান উদ্দিন আহমেদ, থানার ওসি (তদন্ত) আব্দুর রহিম, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেলিমা আক্তার খাতুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান খান, যুব উন্নয়ন কর্মকর্তা মো. ওমর ফারুক সহ উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান সোহাগ, উপজেলা যুবলীগের সভাপতি নিজাম ইয়ার খান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ খান প্রমুখ।