চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
চৌহালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমণ দিবস পালিত হয়েছে। “আগামী প্রজন্মকে সক্ষম করি, দূর্যোগ সহনশীল ভবিষ্যত গড়ি” এই প্রতিবাদ্যকে সামনে নিয়ে রবিবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের (দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগ) আয়োজনে এ দিবসটি পালন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে র্যালী বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রাকৃতিক দূর্যোগ প্রবণ চৌহালী উপজেলার সাধারণ মানুষকে দূর্যোগ থেকে রক্ষা পেতে সচেতনতামূলক দিকনির্দেশনা তুলে ধরেন বক্তারা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হেকমত আলী জানান, পানিতে ডুবে, বজ্রপাতে ও আগুনে পুড়ে কেউ মারা গেলে তার সৎকারের জন্য সরকারের তরফ থেকে আর্থিক সহযোগিতা করা হয়। এছাড়াও আগুনে পুড়ে ঘর-বাড়ী ক্ষতিগ্রস্ত হলে পুনর্বাসনের জন্য ঢেউটিন সহ ত্রণ সহযোগিতা করা হয়, এই তথ্যগুলো তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে হবে। এবং এসব দুর্যোগ থেকে বাঁচতে সবাইকে সচেতন হতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. শওকত মেহেদী সেতু বলেন- দূর্যোগ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেয়ার চেয়ে সাধারণ মানুষকে সচেতন করা বেশি জরুরী। অনেক ক্ষেত্রে মানবসৃষ্ট দূর্যোগের কারণে প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করা সম্ভব নয় তবে সচেতন থাকলে ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো যায়। বিভিন্ন মিল ফ্যাক্টরির ধোয়া ও বর্জ্যের কারণে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে ফলে মানবসৃষ্ট দুর্যোগও দেখা দিচ্ছে। এ বিষয়ে আমাদের সকলকেই সতর্ক থাকতে হবে।
এ আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন খাষপুখুরিয়া ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর হাসান মজুমদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন, খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইদ্রিস আলী প্রমুখ।