সাব্বির মির্জা, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে ভারতের পুরোহিত রামগিরি মহারাজ ও বিধায়ক নিতিশরান কর্তৃক মহানবী (সা:) এঁর অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।
শনিবার সকালে তাড়াশ উপজেলার সর্বস্তরের মুসলিম জনতার উদ্যোগে ওই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।
বিক্ষোভ মিছিলটি তাড়াশ কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ শেষে তাড়াশ প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে হাফেজ মাও. অাব্দুল ওয়াহাবের সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ বক্তারা মহানবী হযরত মোহাম্মদ (সা:) কে নিয়ে কটুক্তিকারীদের দ্রুত গ্রেফতার করে তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান। তা নাহলে আরো কঠোর কর্মসূচী দিবেন বলে হুশিয়ারি দেন তারা।
সমাবেশে বক্তব্য দেন, মাও. সাইফুল ইসলাম সিরাজী, মাও. আব্দুস সালাম ওসমানী, মাও. লুৎফর রহমান, মাও. আব্দুল্লাহ আল মামুন, মাও আব্দুর রহিম ফকির প্রমুখ।