সাব্বির মির্জা, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে ফ্রি ভ্যাকসিন ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে উপজেলার ভাটারপাড়া গ্রামে মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় পিপিআর রোগের দ্বিতীয় ডোজ প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা ভ্যাকসিনেটর টিম লিডার মোঃ আলাউদ্দিনের সঞ্চালনায় ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সইচিং মং মারমা। এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় ওয়ার্ড মেম্বার, স্থানীয় কমিউনিটি ক্লিনিক ইনচার্জ সন্জিত কুমার, আরও উপস্থিত ছিলেন কম্পিউটার অপারেটর ফিরোজ আহমেদ, প্রাণী পুষ্টি অফিসার ফাহমিদুল সোহাগ, এছাড়াও উপস্থিত ছিলেন তাড়াশ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বারী খন্দকার, সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম প্রমুখ।